কুয়েতে শ্রমিক পাঠানো বন্ধ ফিলিপাইনের
প্রকাশিত : ১৭:৫৫, ২০ জানুয়ারি ২০১৮
কুয়েতে বেশ কয়েকজন ফিলিপাইন নাগরিকের মৃত্যুর ঘটনায় দেশটিতে শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে ফিলিপাইন। এদিকে তার নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম চালাচ্ছে ফিলিপাইন সরকার।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে কুয়েতের চাকরিদাতাদের সমালোচনা করার একদিন পরই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত শুক্রবার এক ভাষণে দুতার্তে বলেন, আরব দেশের চাকরিদাতারা তার দেশের চার গৃহকর্মীকে আত্মহত্যা করতে বাধ্য করে। এছাড়া তেল-সমৃদ্ধ দেশগুলিতে ফিলিপাইনের নারীদের উপর যৌন নির্যাতনেরও অভিযোগ আনেন দুতার্তে।
এদিকে ফিলিপাইনের দাবির প্রতি সাড়া দিয়ে কুয়েত বলছে, এ ঘটনায় তারা দেশটির কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ফিলিপাইনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সিলভেসট্রে বেলো বলেন, কুয়েতে ফিলিপাইনের নাগরিকদের উপর অনেকগুলো অত্যাচারের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ৬-৭টি বিষয়ে তদন্ত করছে ফিলিপাইন কর্তৃপক্ষ।
সুত্র: বিবিসি
এমাজে/
আরও পড়ুন