ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুতিনের প্রতিদ্বন্দ্বির নির্বাচন শিবিরে পুলিশি হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভানলির নির্বাচন শিবিরে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটির প্রধান নাভানলি। নির্বাচন কমিশন ও আদালত কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচনের অযোগ্য ঘোষণার পরই নাভানলি জনগণকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের আহ্বান জানান।

এক টুইট বার্তায় নাভানলি লিখেন, এই মুহুর্তে সেইন্ট পিটারসবার্গের দলীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। একইসঙ্গে কোন ধরণের নোটিশ না দিয়ে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন নাভানলি।

পুলিশ এমন একটি সময় অভিযান চালিয়েছে, যখন আগামী ২৮ জানুয়ারি দেশটিতে বড় ধরণের বিক্ষোভের ডাক দিয়েছেন আলেক্সি নাভানলি। নির্বাচন বর্জনের দাবিতে তিনি এ প্রতিবাদ সভার আয়োজন করবেন বলে জানা গেছে। এ দিকে ২৮ জানুয়ারির বিক্ষোভ-মিছিল ভণ্ডুল করতেই ভ্লামিদির পুতিনের নির্দেশে পুলিশ ওই অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আগামী মার্চে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাভানলিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করায় চতুর্থবারের মতো ক্রেমলিনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ভ্লামিদির পুতিন।

এদিকে নাভানলিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করায় দেশটির বিভিন্ন শহরে স্থাপিত তার নির্বাচন শিবিরের প্রচারকারীরা লোকজনকে নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছেন। তবে তার প্রচার শিবিরের লোকজনকে প্রায়ই হেনস্থা করছে বর্তমান সরকার, এমনই অভিযোগ নাভানলির।

সুত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি