কাবুলের হোটেলে অভিযান শেষ, সব জঙ্গি নিহত
প্রকাশিত : ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৫২, ২১ জানুয়ারি ২০১৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের ‘ইন্টারকন্টিনেন্টাল’ হোটেলে শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় সব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সারারাতব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে নেতৃত্ব দিয়েছে আফগান স্পেশাল ফোর্সেস। ওই অভিযানে জীবিত সর্বশেষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তর বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ডানিশ।
এরআগে গতকাল রাতেই ভয়ংকর দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে স্পেশাল ফোর্সেস এর সদস্যরা। ডানিস জানান, ওই অভিযানে কমপক্ষে ৩ সন্ত্রাসীসহ ৮ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ছয়জন মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা গেছে। অভিযান শুরুর আগে ওই হোটেল থেকে ৪১ বিদেশি নাগরিকসহ মোট ১৫৩ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।
সুত্র: এএফপি
এমজে/
আরও পড়ুন