ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কলম্বিয়ায় ৫ হাজার মিটার উঁচুতে ভূমিধস: হত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২২ জানুয়ারি ২০১৮

কলম্বিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় এক নবজাতকসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। গত রোববার ভূমিধসের ফলে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, কলম্বিয়ার নারিনো প্রদেশের পাস্তু ও টুমাকো শহরের মধ্যবর্তী ওই পাহাড়ি এলাকায় ভূমিধসে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকাটি ইকুয়েডেরর সীমান্তবর্তী এলাকা হিসেবে চিহ্নিত।

দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থার প্রধান রয়টার্সকে বলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ওই এলাকার উচ্চতা ৫ হাজার কিউবিক মিটারেরও বেশি। প্রায়-ই এলাকাটিতে এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে।

সুত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি