ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গোতে প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৬৭ জন। দেশটির প্রেসিডেন্টে জোসেফ কাবিলার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাথলিক গির্জার নেতারা দেশটির প্রেসিডেন্ট কাবিলার বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন। ওই বিক্ষোভে অংশ নিতে গতকাল রোববার দেশটির কিনশাসাতে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

তবে প্রেসিডেন্ট জোসেফ ওই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে তা প্রতিহত করার ঘোষণা দেন। জোসেফের ওই ঘোষণাকে স্বৈরতান্ত্রিক আখ্যা দিয়ে ধর্মগুরুরা বলেন, গত ১৭ বছর ধরে জোসেফ দেশটিতে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে।

এদিকে লাতিন আমেরিকা সফরের শেষ দিনে পেরুতে এক ভাষণে ধর্মগুরু পোপ ফ্রান্সিস সকল পার্টিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। আর উভয়পক্ষের স্বার্থের ভিত্তিতে তাদের সমাধানের দিকে যাওয়ার জন্য তাগাদা দেন তিনি।

সুত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি