ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুয়েতেমালায় বাস দুর্ঘটনায় নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দেশটির জরুরি উদ্ধারকাজে নিয়োজিত এক কর্মী জানান, গুয়েতেমালায় দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সমুদ্রতটে গিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাসটি স্যান পেড্রো নেকটা পৌরসভা থেকে দক্ষিণ গুয়েতেমালার দিকে যাচ্চিল। তবে কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলতে পারেননি।

সুত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি