ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন এরদোগানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৬ জানুয়ারি ২০১৮

সিরিয়ার আফরিনে কুর্দী বিদ্রোহীদের ওপর হামলার ষষ্ঠদিনে তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান দেশটির সামরিক শাখার যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হাতাই প্রদেশের ওই সামরিক কমান্ডে গতকাল বৃহস্পতিবার সফর করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা।

এদিকে তুরস্কের ‘অপারেশন অলাইভ ব্রাঞ্চ’ শাখার সৈন্যরা সিরিয়ার ভেতর ঢুকে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, এরদোগান সেনাদের উদ্দেশে সেখানে ভাষণ দিয়েছেন। সেখানে দেওয়া ভাষণে এরদোগান ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত জয় আসবে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তারা।

এরদোগান আরও বলেন, তুরস্ক অন্যের ভূমির ওপর কোন ধরণের লোভ লালন করে না। সন্ত্রাসীদের মুক্ত করার মধ্য দিয়ে আফরিন মুক্ত হবে। এরপরই অঞ্চলটিকে মূল মালিকের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, এরদোগানের সঙ্গে অঞ্চলটিতে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী নুরেটিন চানিকলি, সেনাপ্রধান হুলুসি আকারসহ সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র: সিনহুয়া
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি