ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আফরিন ইস্যুতে এরদোগান-মের ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৫৩, ২৭ জানুয়ারি ২০১৮

সিরিয়ার আফরিনে তুরস্কের সেনাবাহিনীর চলমান অভিযান নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। গতকাল শুক্রবার এ দুই ক্ষমতাধর নেতার মধ্যে ফোনালাপ হয়।

এদিকে আফরিন অভিযান নিয়ে তেরেসা মে এরদোগানকে বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তুরস্ককে। আর তুরস্ক বলছে, তারা সাধারণ নাগরিকের নিরপত্তার বিষয়টি মাথায় রেখেই ক্ষুদ্রাকারে অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। একই সঙ্গে পিকেকে ও অন্যান্য সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া মানুষকে তাদের ঘরবাড়িতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

এদিকে সিরিয়ার আফরিনে সেনা অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূল করতে তুরস্ক একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ অভিযানে আফরিন অঞ্চলে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তায় তুরস্ক সজাগ রয়েছে। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় নিজ দলের এক সভায় এরদোগান এসব কথা বলেন।

আফরিন ও আজাজে তুরস্কের অভিযানের লক্ষ্য হচ্ছে দেশটির সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। এরদোগান জানান, কুর্দী ও আজাইজি যোদ্ধারা পর্যায়ক্রমে তুরস্কে ঢুকার প্রস্তুতি নিচ্ছিল এবং তুরস্কের সীমান্তের দিকে এগোচ্ছিল। তাই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে তুরস্ক অভিযানে নেমেছে বলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে জানান তিনি।

খবর: আনাদুলো এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি