ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

টাকার বিনিময়ে ছাড়া পেলেন সৌদি প্রিন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২৭ জানুয়ারি ২০১৮

সৌদি আরবের ধনকুবের ও প্রিন্স ওয়ালিদ বিন তালালকে টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। তালাল তার সম্পদের একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দানের শর্তে ছাড়া পেলেন। 

যুবরাজ তালালের মুক্তির বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। তারা বলেছেন, ওয়ালিদ বাসায় এসে পৌঁছেছেন।

গত নভেম্বরে হঠাৎ করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশে দুর্নীতিবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেন। সে সময় অন্তত ১১ জন সৌদি প্রিন্সসহ দুই শতাধিক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ওয়ালিদ বিন তালাল অন্যতম। তাদের রাজধানী রিয়াদের রিটজ কার্লটন হোটেলে বন্দি রাখা হয়। 

এর আগে খবর এসেছিল ওয়ালিদ বিন তালালের মুক্তির বিনিময়ে ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ। এর আগেও অর্থের বিনিময়ে অন্তত একজন প্রিন্স মুক্তি পেয়েছেন বলে খবর এসেছে। 

 ২০১৭ সালের নভেম্বরে ফোর্বস এর করা তালিকায় তালাল বিন আবদুল আজিজকে বিশ্বের শীর্ষ ৪৫তম ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। এসময় তার সম্পত্তির নেট মূল্যমান ছিল এক হাজার ৮০০ কোটি ডলার। 

 অভিযোগ রয়েছে সৌদি যুবরাজ সালমান নিজের ক্ষমতাকে বৃদ্ধি এবং একে পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে এমন অভিযান শুরু করেছেন। 

 এসি/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি