ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলা চ্যানেল পাড়ি ব্রিটিশ নারী সাংবাদিকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের মধ্যবর্তী এলাকাটুকু বাংলা চ্যানেল নামে পরিচিত। রোববার চ্যানেলের ১৬ দশমিক ১ কিলোমিটার জায়গা পাড়ি দিয়েছেন ব্রিটেনের নারী সাংবাদিক বেকি হোর্সব্রাগ। চার ঘণ্টা ৪৫ মিনিট সাঁতরে বেকি হোর্সব্রাগ সেন্টমার্টিন উপকূলে গিয়ে পৌঁছান। ব্রিটিশ নাগরিকদের মধ্যে তিনিই প্রথম এই চ্যানেল পাড়ি দিলেন।

জানা গেছে, মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে (এপি) সাংবাদিকতার পাশাপাশি সুইমিং ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করেন বেকি হোর্সব্রাগ। বেসরকারি সংস্থা `সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ`-এর জন্য তহবিল সংগ্রহের জন্য তিনি সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

সকাল ৯টা ২০ মিনিটে প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীমের নেতৃত্বে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে সাঁতার শুরু করেন হোর্সব্রাগ। তিনজনের দলে আরও ছিলেন ওয়াসিউর রহমান। তবে কিছুদূর সাঁতরে মাছের আঘাতে মাঝপথে সাঁতার বন্ধ করে দেন মুসা ও ওয়াসিউর। এক ঘণ্টা সাগর পাড়ি দেওয়ার পর হঠাৎ করে পায়ে মাছের  আঘাতে আহত হন মুসা। তাই সাঁতার শেষ করতে পারেননি। চার ঘণ্টা ৪৫ মিনিট সাঁতরে বেকি হোর্সব্রাগ সেন্টমার্টিন উপকূলে গিয়ে পৌঁছান।

সেন্টমার্টিন পৌঁছে প্রতিক্রিয়ায় বেকি হোর্সব্রাগ বলেন, বাংলা চ্যানেল পাড়ি দিয়ে খুবই খুশি লাগছে।

সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি