ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অলিম্পিকে অংশ নেবে না উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৪১, ৩০ জানুয়ারি ২০১৮

আসন্ন অলিম্পিকে উত্তর-দক্ষিণ কোরিয়ার শিল্পীদের একত্র পারফরমেন্সে পুরো অলিম্পিককেই জমকালো ও স্মরণীয় করে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন দুই দেশের শিল্পীরা। তবে তাদের সেই প্রস্তুতিতে ভাটা পড়তে শুরু করেছে। অলিম্পিকে উত্তর কোরিয়ার শিল্পীদের অংশগ্রহণ প্রত্যাহার করার পর শিল্পীদের মধ্যে ভাটা পড়ছে বলে জানিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠেয় এক ইভেন্টে উত্তর-দক্ষিণ কোরিয়ার শিল্পীদের সমন্বয়ে প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উত্তর কোরিয়া সেই অনুষ্ঠানে তার দেশের শিল্পীদের উপস্তিতি নিষিদ্ধ করেছে। তাই একত্রীকরণের প্রক্রিয়াকে খুব দুঃখজনক বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের এক ঊর্ধতন কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ওই ইভেন্ট অনুষ্ঠিত হলে তা জাতিসংঘের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করতো। তবে এই অনুষ্ঠানে নিজের দেশের শিল্পীদের প্রত্যাহার করে কিম জং উন তার ক্ষমতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছে একটি দৈনিক।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি