দুর্নীতির অভিযোগে আটককৃতদের মুক্তি দিল সৌদি সরকার
প্রকাশিত : ১৯:৪৯, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৪, ৩০ জানুয়ারি ২০১৮
রিয়াদের এই বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলেই বন্দি ছিলেন আটকৃতরা
দুর্নীতির অভিযোগে আটক থাকা সকল বন্দীকে মুক্তি দিল সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে বন্দি থাকা সকলকে আজ মুক্তি দিয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সকে ঐ কর্মকর্তা বলেন, “হোটেলটিতে আর কোন বন্দি নেই। সবাইকে মুক্তি দেওয়া হয়েছে”। তবে হোটেলটিতে মোট কত জন বন্দী ছিলেন সে ব্যাপারে কোন মন্তব্য করেননি তিনি।
গত বছরের নভেম্বরে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন যুবরাজ, মন্ত্রী, ব্যবসায়ী ও সামরিক কর্মকর্তাকে আটক করে দেশটির সরকার। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালামের আদেশে তাদের আটক করা হয়।
এতদিন আটককৃতদের রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে রাখা হয়েছিল। তবে আটককৃত সকল ব্যক্তিদের তালিকা এবং তাদের বিরুদ্ধে কী নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। আটককৃতরা অবৈধভাবে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লাভ করেন। সেগুলো ফিরিয়ে নিতেই সৌদির ইতিহাসে এমন নজিরবিহীন আটকের ঘটনা ঘটে বলে অনেকেই মনে করছেন।
পাশাপাশি পরিচয় প্রকাশ না করে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সরকারের সাথে ‘বনিবনা’ করেই মুক্তি পেয়েছেন এসব বন্দীরা।
সূত্রঃ ফক্স নিউজ/রয়টার্স
//এস এইচ এস//
আরও পড়ুন