ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় স্পেসওয়াক পিছিয়ে দিল নাসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মহাকাশে দ্বিতীয় দফায় স্পেকওয়াক পিছিয়ে দিল মার্কিন মহাকাশ কার্যক্রম বিষয়ক প্রতিষ্ঠান নাসা। মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) মেরামতের কাজে চলতি সপ্তাহে স্পেসওয়াকের কথা থাকলেও ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত তা স্থগিত করা হয়।

নাসার মার্কিন নভোচারি মার্ক ভ্যানডে হেই এবং জাপান অ্যারো স্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (যেএএসইএ) নভোচারি নরিশিগে কানাই এর এ স্পেসওয়াকে অংশ নেওয়ার কথা ছিল আগামী ২৯ জানুয়ারি। এর আগে প্রথম স্পেসওয়াকে গত ২৩ জানুয়ারি মহাকাশে বের হয়েছিলেন তারা।

স্পেস স্টেশনে থাকা একটি ‘কানাডার্ম-২’ নামের একটি রোবটের একটি বাহুতে মেরামত কাজ করার কথা ছিল ঐ দুই নভোচারির। তবে সফটওয়্যারের এক ত্রুটির কারণে কাজ করছিল না ঐ বাহুটি। আর সে কারণেই স্পেসওয়াক স্থগিত করেছে নাসা। এসময় তাদের ৬ ঘণ্টা মহাকাশে থাকার কথা ছিল।

এদিকে ঐ রোবটের বাহুটি সরবরাহকারী প্রতিষ্ঠান কানাডিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, সফটওয়্যারের ত্রুটি দূরীকরণে নতুন এক আপডেট এনেছে তারা। ইতোমধ্যে তা নাসাকে দেওয়াও হয়েছে।

সূত্র: দ্য স্টেটসম্যান

এসএইচএস/টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি