ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরণার্থী নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

“উচ্চ ঝুঁকি”-তে থাকা ১১টি দেশ থেকে আসা শরণার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে থাকা শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গতকালের প্রকাশিত এ খবরে কিছুটা ‘স্বস্তি’ পেলেন দেশটিতে থাকা শরণার্থীরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এসব শরণার্থীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও নতুন করে প্রবেশ করতে চাওয়া শরণার্থীদের মুখোমুখি হতে হবে নতুন নিরাপত্তা ব্যবস্থার।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কির্স্টজেন নেইলসন গণমাধ্যমকে বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় যে, আমরা জানি কারা আমাদের দেশে প্রবেশ করছে”।

“নতুন এই নিরাপত্তা ব্যবস্থা অসৎ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া ব্যক্তিদের জন্য একটি বাঁধা হয়ে দাঁড়াবে। শরণার্থী বিষয়কে আমরা বিতর্কিত হতে দিতে চাই না। পাশাপাশি নতুন নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেশকে আরও সুরক্ষিত করতে কাজ করবে”।

একই সাথে হোমল্যান্ড সিকিউরিটি জানায়, মুসলিমদের বিরুদ্ধে তাদের সুনির্দিষ্ট কোন অবস্থান নেই। যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে তাদের কোন নিষেধাজ্ঞাও নেই।

তবে যে ১১টি দেশের শরণার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কিন্তু শরণার্থী ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থা মনে করছে এ দেশগুলো হল- মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়ান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।

সূত্র: পাকিস্তান ট্যুডে

এস এইচ এস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি