ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেই নাসের ২৬৫ নারীকে যৌন-নির্যাতন করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:২২, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নারী জিমন্যাস্ট দলের চিকিৎসক ল্যারি নাসের ১০০ জন নয় বরং ২৬০ জন নারীকে যৌন নির্যাতন করেছেন। গতকাল এক শুনানি শেষে আদালত এই কথা বলেন। এর আগে ১৬০ নারীর জবানবন্দীতে উঠে আসে ল্যারি নাসেরের যৌন নির্যাতনের বর্বর চিত্র। ওই মামলায় তাকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

যৌন নির্যাতনের শিকার নারীদের মধ্যে অলিম্পিক গোল্ডমেডেল জয়ী আলী রেইসম্যান ও জর্ডান ওয়াইবারও রয়েছেন। এদিকে শিশু জিমন্যাস্টদের ওপর যৌন নির্যাতনের কারণে নাসের ইতোমধ্যে ৬০ বছরের কারাদণ্ড ভোগ করছে।

এদিকে জিমন্যাস্ট দলের খেলোয়াড়দের ওপর যৌন নির্যাতনের বিচার শেষ না হতেই, তার বিরুদ্ধে রোগীদের ওপর যৌন নির্যাতনের বিচার শুরু হয়েছে। সেখানে তার রোগীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন।

এদিকে মিশিগান স্টেট ইউনিভার্সিটির চিকিৎসক গত নভেম্বরে তিন শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেন। যাদের বয়স ছিল যথাক্রমে ১৩, ১৫ ও ১৬। তবে ১৩ বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনাকে ও যৌন আক্রমণ হিসেবে দেখা হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি