ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তুষারপাতে যুক্তরাষ্ট্রে জনজীবন স্থবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্র ভারি তুষারপাতে ঢাকা পড়েছে। জনজীবন হয়ে পড়েছে স্থবির। প্রায় ২০টি অঙ্গরাজ্যের কোটি কোটি মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এ কারণে গণপরিবহনগুলোর অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অধিকাংশ অফিসের কাজ বাসা থেকে সেরে ফেলার অনুরোধ করা হয়েছে।

স্কুল কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে। তুষারপাত শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, এ তুষারপাত থামবে রোববার বিকেলে। পুরু হতে শুরু করেছে তুষারপাতের উচ্চতা। মিশিগানে এ তুষার ইতোমধ্যে এক ফুট পেরিয়ে গেছে। অনবরত তুষারপাতে দক্ষিণের রাজ্য মন্টানা থেকে মিশিগান পর্যন্ত ২ হাজার মাইল পুরু সাদাশুভ্র চাদরে ঢাকা পড়ে আছে।

আবহাওয়া অফিস অবিরত তুষারপাতের কারণে বার বার সতর্ক করে দিচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাহিরে না যাওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া বার্তায়। একই সঙ্গে কর্মজীবীদের কাজ শেষে দ্রুত বাড়ি ফিরে যাবার জন্যও বলা হয়েছে।


এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি