ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাশিয়ার চার্চে বন্দুকধারীর হামলায় ৫ নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

রাশিয়ার একটি চার্চে বন্দুকধারীর হামলায় পাঁচ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী ও এক পুলিশ সদস্যসহ অন্তত আরও পাঁচজন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

কিজলার শহরের চার্চটিতে গতকাল রোববার সন্ধ্যায় প্রার্থনা শেষে বের হওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত গুলি ছোড়ে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হন। খলিল খলিলভ (২২) নামের ওই হামলাকারী ড্যাগস্তান শহরের একজন অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়।

রাশিয়ার উত্তরাঞ্চলের শহর কিজলারে মূলত: নানা সম্প্রদায়ের লোক বসবাস করে। তবে, অন্য সম্প্রদায়ের চেয়ে এখানে মুসলিমদের সংখ্যা তুলনামূলক বেশি।

পরে আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি