ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে এ যাবতকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

এই নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়াসহ চীন ও তাইওয়ানের  ৫০ টি জাহাজ এবং সামুদ্রিক পরিবহন কোম্পানি রয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়াভিত্তিক ১৬টি শিপিং কোম্পানি, পাঁচটি হংকং, দুইটি চীন, দুইটি তাইওয়ান,পানামা ও সিঙ্গাপুর থেকে রেজিস্টার্ড করা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞায় যদি কাজ না হয়। তাহলে দ্বিতীয় পর্বে আরোও বেশি কঠিন নিষেধাজ্ঞা আরোপ করব। আর তা হবে বিশ্বের জন্যও দূর্ভাগ্যজনক।

পারমাণবিক পরীক্ষার জেরে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি। এরই মধ্যে উত্তর কোরিয়ার উপর এই বড় নিষেধাজ্ঞা দেশটিকে আরোও বেশি চাপে ফেলে দেবে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। 

সূত্র: বিবিসি

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি