সৌদি নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন
প্রকাশিত : ০৯:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
সৌদি আরবের সেনাবাহিনীতে এখন দেশটির নারীরা যোগ দিতে পারবেন। তবে, পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না বলে জানা গেছে আরবের স্থানীয় কিছু গণমাধ্যমের সূত্রে। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এই সুযোগ পাবেন। এতে ওই দেশের নারীদের কর্মক্ষেত্র বাড়বে বলে জানা যায়।
আবেদনকারী নারীকে অবশ্যই সৌদি বংশোদ্ভূত হতে হবে। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন তারা আবেদন করতে পারবেন না। এছাড়া যারা আকবদন করতে পারবেন তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে হাই স্কুল পাশ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সৌদি আরবে নারী এর আগে গাড়ি চালানোর অধিকার পান।
তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এসএইচ/
আরও পড়ুন