ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ইরাকে আটক ১৬ তুর্কী নারীর মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

তুরস্কের ১১ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার এক সপ্তাহের মধ্যে এবার ১৬ তুর্কী নারীকে শূলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরাক। ওই ১৬ নারীকে ইসলামিক স্টেটের সদস্য আখ্যা দিয়ে দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র জানায়, সন্ত্রাসী হামলার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে ওই নারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ইসলামিক স্টেটের সদস্যদের সেচ্ছায় বিয়ে করাসহ, জঙ্গি হামলায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। তবে বিচারকালে ওই নারীরা দাবি করেন, আইএস যোদ্ধাদের বিয়ে করেছেন সত্য, কিন্তু কোন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন না।

এদিকে আটক আরও এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। গত রোববার দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, গত বছরের আগস্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা তাদের স্ত্রীদের রেখে পালিয়ে যান। পরে সহস্রাধিক নারী সদস্যকে আটক করে ইরাকি বাহিনী। এরপরই এদের বিচার কার্যক্রম শুরু হয়। এ রায় নিয়ে মোট ২৮ জন নারীর বিচার কাজ সম্পন্ন করেছে দেশটি।

জানা যায়, ইরাকের উত্তরাঞ্চলের শহর তাল আলফার থেকে জিহাদি গোষ্ঠীগুলোকে বিতাড়নের পর ১৩০০-এর বেশি নারী ও শিশুকে আটক করে ইরাকি বাহিনী। পরে আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০০ নারীকে আটক করে তারা। গত সপ্তাহেও এক তুর্কি নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায় দিয়েছিল ইরাকি আদালত। ওই সময় আরও ১২ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইরাকির সামরিক আদালতটি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি