রুশ ক্ষেপণাস্ত্রের আওতায় সারাবিশ্ব: পুতিন
প্রকাশিত : ২৩:২১, ১ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৩৯, ২ মার্চ ২০১৮
বিশ্বের যে কোনো স্থানে হামলা করা যাবে এমন নতুন একটি অপরাজেয় ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে পুতিন এ দাবি করেন। রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি এ ভাষণ দেন।
ভাষণে পুতিন বলেন, বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।
প্রদর্শিত অস্ত্র সমূহের মধ্যে একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ছোট পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ড্রোনসহ অন্যান্য অস্ত্র প্রদর্শন করেন।
উল্লেখ্য যে, চতুর্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন পুতিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র ১৭ দিন পর।
সূত্র: বিবিসি
এমএইচ/টিকে
আরও পড়ুন