ত্রিপুরায় বামদের ভরাডুবি, ‘রাম রাজত্ব’ শুরু
প্রকাশিত : ১৩:১৮, ৩ মার্চ ২০১৮
পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের পতন ঘটলেও বাংলাদেশ লাগোয়া রাজ্য ত্রিপুরার বিধান সভায় লাল পতাকা উড্ডীন রেখেছিলেন মানিক সরকার। কিন্তু এবার ক্ষমতাসীন বিজেপির কাছে এ দুর্গও হাতছাড়া হলো বামদের। শনিবার দুপুর পর্যন্ত ত্রিপুরার বিধান সভা নির্বাচনের যে ফল এসেছে, তাতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপিই রাজ্যটির ক্ষমতায় বসতে যাচ্ছে।
গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরার ৬০টি বিধান সভার আসনের মধ্যে ৫৯টিতে ভোটগ্রহণ হয়। সিপিএমের এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে, রাজ্যের ৫৯ আসনের বেশিরভাগে বিজেপির জয়ের আভাস মিলেছে। প্রতিবেদনে বলা হয়, বিজেপি জিতছে ৪২টি আসনে, অন্যদিকে বাম ফ্রন্ট জিতছে মাত্র ১৬টি আসন। এ রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১টি আসন। এর ফলে কেন্দ্রের শাসক বিজেপি এ রাজ্যটির শাসন ক্ষমতাও নিচ্ছে।
এর আগের নির্বাচনে রাজ্যটিতে নরেন্দ্র মোদীর দলের কোনো অবস্থান ছিল না। এখন কংগ্রেস ও সিপিএমকে পেছনে ফেলে জয় নিয়েই প্রথমবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিজেপি।
উল্লেখ্য, ত্রিপুরায় বাম ফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। ১৯৮৩ সালের নির্বাচনেও জয় ধরে রেখেছিল তারা। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে হারলেও পরের ভোটেই (১৯৯৩ সালে) ক্ষমতা পুনরুদ্ধার করে বাম ফ্রন্ট। তারপর টানা চার বার ক্ষমতায় মানিক সরকার। গতবারও জিতেছিল ৬০টির মধ্যে ৫০টি আসন। টানা ৩৪ বছর শাসনের পর ২০১১ পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটলেও মানিকের নেতৃত্বে ত্রিপুরায় দুর্গ আগলে রাখছিল তারা। এখন সেটিও হারাতে হল তাদের।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
আর / এআর
আরও পড়ুন