ইতালির সংসদ নির্বাচন কাল
ভোট দেবে ৫ কোটি ১০ লাখ ভোটার
প্রকাশিত : ২০:৪২, ৩ মার্চ ২০১৮
ইউরোপের দেশ ইতালিতে চলছে ভোটের হাওয়া। ভোর হলেই দেশটিতে নতুন সরকার নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ কোটি ১০ লাখ ভোটার।
জানা গেছে, আগামীকাল রোববার দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইতালিত অবস্থানরত নাগরিকরা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৪৩ লাখ ভোটারও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
দুই কক্ষের নিম্ন কক্ষে ‘চেম্বার অব ডেপুটিসে’ ৬৩০ আসনের বিপরীতে ৩ হাজার ৯০১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া উচ্চ কক্ষ ‘সিনেট অব দ্য রিপাবলিকাসে’ ৩১৫ আসনের বিপরীতে ১ হাজার ৯৫৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জানা যায়, ২০১৩ সালে সর্বশেষ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর থেকে মধ্য-বামপন্থী সরকার দেশটিতে শাসন চালিয়ে আসছিল। এই শাসনামলে পরপর তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন।
নির্বাচনে ৩০টিরও বেশি দল অংশ নিচ্ছে। তবে স্থানীয় সংবাদের বরাতে জানা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেটিক পার্টি ও ফোরজা ইতালিয়ার ও পপ্যুলিস্ট ফাইভ স্টারের মধ্যে।
সূত্র: এএফপি
এমজে/
আরও পড়ুন