ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আকাশসীমা খুলে ইসরায়েলকে বন্ধুত্বের বার্তা সৌদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৬ মার্চ ২০১৮

এয়ার ইন্ডিয়ার বিমান যাতে সরাসরি তেল আবিবে আসতে পারে, সে জন্য নিজেদের আকাশসীমা খুলে দিতে রাজি সৌদি আরব। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, সৌদির এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও, এত দিন সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক তিক্ত ছিল। গত ৭০ বছর ধরে নিজেদের আকাশসীমার মধ্যে ইসরায়েলি বিমানকে ঢুকতে দেয়নি রিয়াদ।

তবে আকাশসীমা খুলে দেওয়ার বিষয়টা যদিও সরকারি ভাবে স্বীকার করেনি সৌদি প্রশাসন। এত দিন মুম্বাই ও তেল আবিবের মধ্যে সপ্তাহে চার দিন করে বিমান চলত। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমতি না থাকায় বিমানগুলো ইথিয়োপিয়া হয়ে যাতায়াত করতে হত। এর ফলে ৫ ঘণ্টার সফরের সময় বেড়ে ৭ ঘণ্টায় দাঁড়াত। সম্প্রতি ইসরায়েলে সপ্তাহে তিন দিন বিমান চালু করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। কূটনৈতিকদের ধারণা, আকাশসীমা খুলে দিয়ে হয়তো সুস্পর্কের একটা বার্তা দিল সৌদি প্রশাসন। (আনন্দবাজার)

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি