ড্রোন হামলায় তালেবান প্রধানের ছেলে নিহত
প্রকাশিত : ১৮:০৬, ৮ মার্চ ২০১৮
মার্কিন ড্রোন হামলায় পাকিস্তান তালেবানের প্রধান মোল্লাহ ফায়জুল্লাহর ছেলেসহ ২০ জন নিহত হয়েছে। আফগানিস্তানের কোনারের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে তালেবান বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো বিবৃতিতে তালেবান জানায়, মার্কিন ড্রোন হামলায় ফায়জুল্লাহর পুত্র আবদুল্লাহসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
এদিকে এ হামলায় তালেবানের কমান্ডার গুল মুহাম্মদ এবং তালেবান যোদ্ধাদের প্রশিক্ষক ইয়াসিন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান, পাক-আফগান সীমান্তে তৎপর তালেবানদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে আসছিল পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযানে নামার পরই তালেবান যোদ্ধারা ওই এলাকায় আশ্রয় নিয়েছিল বলে দাবি করে পাকিস্তান।
পাকিস্তান ছাড়ার পর এ জঙ্গিগোষ্ঠীর সদস্যরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্যসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। এতে শত শত বেসামরিক নাগরিক হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন