ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব দেব
প্রকাশিত : ১৫:৫৬, ৯ মার্চ ২০১৮
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ত্রিপুরার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি-আইটিবিপি জোট।
শপথ নেওয়ার আগে তিনি আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। ফোনে তিনি ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। আগরতলায় আসাম রাইফেলসের মাঠে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জমকালো শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহসহ দলটির নেতারা। ত্রিপুরার নতুন সরকারে বিজেপির জ্যেষ্ঠ নেতা জিষ্ণু দেববর্মা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব কুমার দেবের পরিবারের আদি নিবাস বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলায়। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান। কৈশোর থেকেই আরএসএস-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। পরে ধীরে ধীরে বিজেপি নেতা হয়ে ওঠেন তিনি।
এদিকে, বিপ্লবের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে শনিবার সকাল থেকেই কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের দেব বাড়িতে ভিড় বাড়তে থাকে উৎসুক জনতার, বইছে আনন্দের বন্যা।
আর/ এসএইচ/
আরও পড়ুন