ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

৭ বছরে নেপালে ১৫ বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১২ মার্চ ২০১৮

নেপালে গত ৭ বছরে অন্তত ১৫টি  বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। নেপালের জরিপ সংস্থা `নেপাল ইন ডাটা` এর তথ্য অনুযায়ী- ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এসব বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ১৩৪ জন যাত্রী নিহত হয়েছেন।

সংস্থাটি  দাবি করেছে, নেপালে প্রতিবছর গড়ে ছোট-বড় মিলিয়ে একটি করে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।

সংস্থাটির প্রকাশিত একটি গ্রাফে দেখা যায়, ২০১০ সালে ৩৬ জন, ২০১১ সালে ১৯ জন, ২০১২ সালে ৩৪ জন, ২০১৪ সালে ১৮ জন, ২০১৬ সালে ২৫ জন ও ২০১৭ সালে ২ জন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

একই সঙ্গে সংস্থাটি সোমবার নেপালের কাঠমুন্ডুতে ইউএস বাংলা এয়ালাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।

কেআই/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি