জীবিত ১৬ জনের তালিকা প্রকাশ
প্রকাশিত : ২১:৫৭, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০৭, ১৩ মার্চ ২০১৮
নেপালের কাঠমন্ডুতে ইউএস বাংলার বিমান দূর্ঘটনায় এখন পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ১৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি প্রকাশ করেন ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।
জীবিত উদ্ধার হওয়া এই ১৬ জন যাত্রী হলেন- ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী, সামিনা বয়ানজাংকার, কবির হোসেন, মেহেদী হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার, শাহরিন নাহার, মো. শাহীন বেপারি, কিশোর ত্রিপাঠী, হারি প্রসাদ সবেদী, ডায়ারান তাম্রাকার, কেশাব পান্ডে, বাসান্তা বহুরা, আশিষ সঞ্জিত ও বিনোদ রাজ পাডিয়াল।
এদের মধ্যে আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় আছেন ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী এবং সামিনা বয়ানজাংকার। এসএইচসিইউ’তে চিকিৎসাধীন আছেন কবির হোসেন। সার্জারি ওয়ার্ডে আছেন মেহেদী হাসান এবং রেজওয়ানা আবদুল্লাহ।
অর্থো হাই কেয়ার বিভাগে চিকিৎসাধীন আছেন স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার। প্লাস্টিক সার্জারি বিভাগে আছেন শাহরিন নাহার। বাকিরা অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন।
//এস এইচ এস//এসি
আরও পড়ুন