ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নেপালের হাসপাতালগুলোতে স্বজনদের ভীড় [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০৬, ১৩ মার্চ ২০১৮

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে ১৭ যাত্রীর চিকিৎসা চলছে। এরমধ্যে বাংলাদেশীদের পাশাপাশি রয়েছে নেপালসহ বিভিন্ন দেশের নাগরিক। প্রিয়জনের খোঁজে নেপালের হাসপাতালগুলোতে ভীড় বাড়ছে স্বজনদের।

দুর্ঘটনায় লণ্ডভণ্ড হয়ে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের বিভিন্ন অংশ। নেপাল পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েক যাত্রীকে।

সঙ্গে সঙ্গে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাদের। দুর্ঘটনার খবর পেয়ে প্রিয়জনের খোঁজে হাসপাতালে ভীড় জমায় স্বজনরা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে ৬৭ যাত্রীর মধ্যে ৩৩ জন ছিলেন বাংলাদেশী। আর বাকিদের মধ্যে ৩২ জন নেপাল, মালদ্বীপের এবং দুইজন চীনের নাগরিক। 

ভিডিও :

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি