ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দ্বিতীয়বারের মতো নেপালের প্রেসিডেন্ট হলেন বিদ্যা দেবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৩ মার্চ ২০১৮

টানা দ্বিতীয়বারের মতো নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি।

মঙ্গলবার বিশাল ব্যবধানে নেপালি কংগ্রেস প্রার্থী লক্ষ্মী রায়কে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি। খবরটি নিশ্চিত করে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, নেপালি কংগ্রেসের হয়ে লড়াই করেছেন সাবেক আইনপ্রণেতা কুমারি লক্ষ্মী রায়। প্রেসিডেন্ট বিদ্যা দেবীকে সমর্থন দিয়েছেন বামপন্থীরা। এছাড়া  ফেডারেল সোশালিস্ট ফোরাম, রাষ্ট্রীয় জনতা পার্টি ও অন্যান্য বেশ কয়েকটি দলও তাকে সমর্থন দিয়েছেন।

বিদ্যা দেবী ভান্ডারি ভোট পেয়েছেন ৩৯ হাজার ২৭৫টি। আর লক্ষ্মী রায় ভোট পেয়েছেন ১১ হাজার ৭৩০টি।

বুধবার বিকাল ৪টার দিকে তাকে শপথবাক্য পাঠ করাবেন দেশটির প্রধান বিচারপতি। বিদ্যা দেবী হচ্ছেন কেন্দ্রীয় নেপালের প্রথম প্রেসিডেন্ট। এছাড়াও দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার কৃতিত্বও বিদ্যা দেবীর।

মঙ্গলবার সকাল ১০টায় ভোট শুরু হয়ে বিকাল ৩টার দিকে শেষ হয়। ৪টার দিকে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। ৩৩৪ সংসদ সদস্যের মধ্যে ৩২৬ জন ভোট দিয়েছেন। প্রাদেশিক পরিষদের ৫৪৯ জন সদস্যের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩ জন।

নেপালের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে পাঁচ বছর করে দায়িত্বপালন করতে পারবেন।

কেআই/এস এইচ এস 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি