ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্টিফেন হকিংয়ের অনবদ্য সৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৭, ১৪ মার্চ ২০১৮

বিশ্বে ১ কোটি কপিরও বেশি বই বিক্রি হয়েছে, এমন বইয়ের সংখ্যা নেই বললেই চলে। যে কয়টা বই বেস্ট সেলার হয়েছে, তার একটি স্টিফেন হকিংয়ের এ ব্রিফ হিস্টরি অব টাইম। এ ছাড়াও তার অসংখ্য বই রয়েছে। নিচে তার তালিকা দেওয়া হলো-

১. দ্য লার্জ স্কেল স্ট্রাকচার অব স্পেসটাইম
২. জেনারেল রিলেটিভিটি: এন আইনস্টাইন সেনটিনারি সার্ভে
৩. থ্রি হান্ড্রেড ইয়ারস অব গ্র্যাভিটেশন
৪. এ ব্রিফ হিস্টরি অব টাইম
৫. ব্ল্যাক হোলস এবং আদার অ্যাসেইস
৬.দ্য ইউনিভার্স ইন অ্যা নাটসেল
৭.দ্য গ্রান্ড ডিজাইন এন্ড মাই ব্রিফ হিস্টরি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি