ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হকিংয়ের মৃত্যুতে শোকের সাগরে বিশ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:১৫, ১৪ মার্চ ২০১৮

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিমান পদার্থবিদ স্টিফেন হকিংয়ের মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্যের অক্সফোর্ডের এই বাসিন্দার মহাপ্রয়াণে শোকের মাতম সীমানার গণ্ডি পেরিয়ে হাজার মাইল দূরে গিয়ে আঁছড়ে পড়েছে। তাই ব্রিটিশ এই পদার্থবিদের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে বিশ্ব। মহান এ বিজ্ঞানীর মৃত্যুর ঘটনা জানার পরপরই টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ব্যক্তিরা।

স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত। কেবল রাজনীতিক ব্যক্তিত্ব-ই নয়, নাসার বিজ্ঞানীসহ বিভিন্ন দেশের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা স্যার টিম বার্নাস-লি হকিংকে শ্রদ্ধা জানাতে টুইটার বার্তায় লিখেন, ‘এক বিশাল হৃদয় আর এক বিস্ময়কর চেতনাকে হারালাম আমরা।’ এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) তাদের শোকবার্তায় বলেছে, ‘তাঁর তত্ত্ব মহাবিশ্বের অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন খুলে দিয়েছে, যেটা আমরা এবং সমগ্র বিশ্ব উদ্ধারের চেষ্টা করছি।’

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য স্টিফেন টুপিই তাঁর শোকবার্তায় বলেছেন, ‘অধ্যাপক হকিং লাখো মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন। তিনি ছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। শুধু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নয়, সারা বিশ্ব তাঁকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় শোক জানিয়ে লিখেছেন, ‘হকিং একজন অসাধারণ বিজ্ঞানী ও শিক্ষাবিদ। তার দৃঢ়তা ও শক্তি সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুর খবরটি মর্মান্তিক। তাঁর অসামান্য অবদান পুরো পৃথিবীকে আরও সুন্দর জায়গা করে তুলেছে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে এক শোক বার্তায় বলেন, ‘হকিং তাঁর কালের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তার দৃঢ়তা, মানসিকতা, সংগ্রাম আজীবন মানুষকে অনুপ্রাণিত করবে।’

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা লিখেছেন, ‘এক মহান ব্যক্তিকে আজ হারালাম। তাঁর এই অসামান্য অবদানের জন্য পুরো পৃথিবী তাকে আজীবন স্মরণ করবে।

মার্কিন নভোচারী ক্রিস হ্যাডফিল্ড লিখেছেন, ‘হকিং ছিলেন এক অসাধারণ ও বিরল প্রতিভা। বিদায় প্রফেসর হকিং। আপনি আমাদের সবার অনুপ্রেরণার উৎস ছিলেন।’ এ ছাড়া পৃথিবীর আরও বহু রাজনীতিক ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: ডেইলি মেইল, গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি