ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চতুর্থবারের মতো জামার্নির চ্যান্সেলর মের্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:২৮, ১৪ মার্চ ২০১৮

জার্মানির বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে চতুর্থবারের মতো দেশটির রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি চ্যান্সেলর নির্বাচিত হলেন৷ ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷

আজ বুধবার সকালে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬৪-৩১৫ ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন মের্কেল৷  নয়জন সাংসদ ভোটদান থেকে বিরত ছিলেন৷

জানা গেছে, এ নির্বাচনে ম্যার্কেলের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না৷ ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল, সিডিইউ, বাভারিয়া রাজ্যে তাদের অংশীদার দল সিএসইউ এবং সরকার গঠনে জোটসঙ্গী দল সামাজিক গণতন্ত্রী, এসপিডি দলের মোট আসন সংখ্যা ৩৯৯৷

সূত্র: সিএনএন

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি