ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর মার খেতেন স্টিফেন হকিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিমান পদার্থবিদ স্টিফেন হকিংকে অচল বলে ডাকতেন তার স্ত্রী এলাইন ম্যাসন। হকিংয়ের এক নার্স এমন কথাই জানান। ওই নার্স বলেন, হকিংকে মারতেন তার স্ত্রী এলাইন। শুধু তাই নয়, তাকে তীব্র গরম পানিতে গোসল করাতেন।

আজ বুধবার মারা গেছেন বিশ্বসেরা এই পদার্থবিদ। এরইমধ্যে তার সম্পর্কিত পুরনো খবরগুলো বেশ আলোচনায় চলে এসেছে।

ওই নার্স জানান, এলাইন খুব রেগে গিয়ে তাকে বিছানায় ছুড়ে মারতেন। সে স্টিফেনকে তার ইচ্ছেমতো গোসল করতে দিতেন। এতে তার গলায় পানি ঢুকে যেত। এছাড়া সে স্টিফেনকে বাগানে রেখে আসতো কোনো কম্পিউটার মাউস ছাড়াই। ফলে তিনি কাউকে ডাকতে পারতেন না। স্টিফেনের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলতেন তার স্ত্রী।

উল্লেখ্য, ১৯৯৫ সালে এলাইনকে বিয়ে করেন স্টিফেন হকিং। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এলাইন ও স্টিফেনের কোনো সন্তান নেই। এর আগে জেন হকিংকে বিয়ে করেন স্টিফেন। জেন ও স্টিফেনের তিন সন্তান আছে।

সূত্র: ডেইলি মেইল

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি