ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রুশ কূটনীতিক বহিষ্কার, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৫ মার্চ ২০১৮

যুক্তরাজ্যের সাবেক সামরিক গোয়েন্দা ও তার কন্যাকে রাসায়নিক গ্যাস প্রয়োগের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগের পর দেশটি থেকে ২৩ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘটনায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। গুপ্তচরদের হত্যাচেষ্টার বিরুদ্ধে রাশিয়া কোন ব্যবস্থা না নেওয়ায় ব্রিটেন থেকে ২৩ কূটনীতিক বহিষ্কার করে তেরেসা মে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, ঠিক কিভাবে ওই সামরিক গোয়েন্দাকে নার্ভ গ্যাস প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে কোন ধরণের ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানানোয় দেশটি থেকে ওই কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন তেরেসা মে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। শুধু তাই নয়, রাশিয়া সারা বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন নীরব থাকলেও বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক সম্পাদক জন সোপেল জানান, ট্রাম্প এবার রাশিয়া সম্পর্কে কিছু আক্রমণাত্বক বক্তব্য দিতে পারেন, যা আগে তিনি কখনো দেননি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি