অবসর যাওয়ার দুদিন আগে বরখাস্ত এফবিআইয়ের উপপরিচালক
প্রকাশিত : ১১:৫৪, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:১৩, ১৭ মার্চ ২০১৮
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাবিকে বরখাস্ত করা হয়েছে। গত জানুয়ারিতে এফবিআইয়ের উপপরিচালকের পদ থেকে পদত্যাগে বাধ্য হন ম্যাকক্যাবি। এরপর থেকে তিনি ছুটিতে ছিলেন। তিনি দুদিন পর চাকরি ছাড়ার চিন্তা করছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র দু’দিন আগে শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স তাকে বরখাস্ত করেন।
এতে বলা হয়, গত জানুয়ারিতে ম্যাকক্যাবি এফবিআইয়ের উপপরিচালক পদে ইস্তফা দেন এবং তারপর থেকে ছুটিতে ছিলেন।
হিলারি ক্লিনটনের ইমেইল ব্যবহার ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে এফবিআইয়ের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছিল তাতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন ম্যাকক্যাবি।
আর মাত্র দু`দিন পরেই ৫০ তম জন্মদিনে তার অবসরে যাওয়ার কথা ছিল। এরইমধ্যে বরখাস্ত হওয়ায় তিনি কিছু পেনশন সুবিধা হারাতে পারেন।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি গণমাধ্যমে তিনি অনুমোদিত যোগাযোগ করেন। গোয়েন্দা বিশ্লেষণ
এদিকে, বরখাস্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ম্যাকক্যাবি জানিয়েছেন, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর যে ভূমিকা তিনি পালন করেছিলেন তাতে তাকেও যে চাকরি হারাতে হতে পারে সে `ইঙ্গিত` তিনি আগেই পেয়েছিলেন।
সূত্র : বিবিসি।
/ এআর /
আরও পড়ুন