ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৮ মার্চ ২০১৮

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮ টায় রাশিয়ার পূর্বপ্রান্তের দুটি ফেডারেল অঞ্চলে ভোটগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর ৯ ঘন্টা পর ভোটগ্রহণ শুরু হয় মস্কোতে। এ নির্বাচনের মধ্য বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চতুর্থ মেয়াদে দেশটির রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৭ প্রার্থী লড়াই করছেন। প্রার্থীরা হলেন-পাওয়েল গ্রোদিনিন, ভ্লাদিমির ঝিরিনোভোস্কি, সের্গেই ব্যাবুরিন, গ্রেগরি ইউলিনেস্কি, বরিস তিতোভ, ম্যাক্সিম সেরিকিন ও নারী প্রার্থী কিসনিয়া সাবচাক।

সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, এ নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জনমত জরিপ বলছে ৭০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবেন পুতিন। সারাদেশে ৯৭ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। ৩০ হাজার পর্যবেক্ষক সারা দেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পুতিন। হয় প্রেসিডেন্ট হিসেবে নতুবা প্রধানমন্ত্রী হিসেবে। এ পর্যন্ত তিন মেয়াদে প্রেসিডেন্ট হন পুতিন আর প্রধানমন্ত্রী ছিলেন এক মেয়াদে।
২০০০ সালে প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৬৫ বছর বয়স্ক ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবিধান অনুযায়ী, একজন রাজনীতিবিদ ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। অবশ্য ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের এই মেয়াদ ছিল মাত্র চার বছর।
সূত্র: বিবিসি।
/এআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি