ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ক্রেডিট কার্ড কেলেঙ্কারি

আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধানের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৮ মার্চ ২০১৮

ক্রেডিট কার্ড কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম। তিনিই আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান। আগামী শুক্রবার তিনি রাষ্ট্রপ্রধানের অফিস ছাড়বেন। প্রেসিডেন্টের আইনজীবী ইউসুফ মোহামেদ এ তথ্য জানিয়েছেন।
ক্রেডিট কার্ড কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট আমিনাহ। এর জেরেই এই পদত্যাগের ঘোষণা এলো।
শনিবার ইউসুফ মোহামেদ বলেছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। তবে প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ১২ মার্চ পদত্যাগ করবেন।` কিন্তু প্রেসিডেন্ট আমিনাহ তখন পদত্যাগ না করায় সাংবিধানিক সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়।
অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞানী ও দেশের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনাহ প্ল্যানেট আর্থ ইনস্টিটিউট-এর (পিইআই) দেওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে লন্ডনে জুয়েলারি ও পোশাক কেনেন। ডক্টরেট প্রোগ্রামকে প্রমোট করতে ওই ক্রেডিট কার্ড প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল।

সূত্র: বিবিসি ও আলজাজিরা।
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি