ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

পাকিস্তানে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ২২:০৮, ১৯ মার্চ ২০১৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় পাকিস্তানে বাংলাদেশ উপহাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপন করেছে।

এ উপলক্ষে ‘বাংলাদেশ হাউজ’ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাণী পাঠ, আবৃত্তি, আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। মিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, করাচীস্থ বাংলাদেশিরা ও তাদের পরিবারবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি এ অনুষ্ঠান উপভোগ করেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের কল্যাণ এবং দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উপহাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপস্থিত শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পড়ে শোনান উপহাইকমিশনার ও মিশনের কর্মকর্তারা। আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। সূত্র: বাসস

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি