ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বার্লিনও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের নাগালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম তা নয়, এখন তা মধ্য ইউরোপ ও জার্মানিতে ও আঘাত হানতে পারবে বলে আশঙ্কা করছে জার্মানিরি সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস।

রোববার জার্মানির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান দেশটির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস-বিএনডির উপপরিচালক ওলে দিয়েল। এ তথ্য ১০০ ভাগ সত্য বলেও দাবি করেছে ওলে দিয়েল।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে যে সংলাপ প্রক্রিয়া শুরু হয়েছে তা ইতিবাচক আলামত বলে মনে করছে বিএনডি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করার জন্য উত্তর কোরিয়ার কূটনীতিকরা দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও ওই বৈঠকে জানায় বিএনডি।

সূত্র: বিল্ড অ্যাম সংট্যাগে
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি