আফগানিস্তানে সমাবেশে বোমা হামলা: নিহত ৪
প্রকাশিত : ১১:৫৯, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১২:০০, ২০ মার্চ ২০১৮
পূর্ব আফগানিস্তানে একটি রাজনৈতিক সমাবেশের পাশে মোটর সাইকেল-বোমা হামলায় অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি ফুটবল মাঠে দেশটির সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমেতিয়ার। বোমা হামলার পরপরই সমাবেশ পণ্ড হয়ে যায় বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।
এ হামলার লক্ষ্যবস্তু হেকমেতিয়ার ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গত বছরই সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমেতিয়ার আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে এক বিতর্কিত চুক্তি সাক্ষর করেন। এরপরই তিনি প্রকাশ্যে জনসমাবেশ করার অনুমতি পান। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ বলেন, এ হামলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।
কোন পক্ষই এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসসহ তালেবান ও অন্য জঙ্গিরা সক্রিয় রয়েছে। আফগানিস্তান সরকার ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা চালানোর মধ্যেই ওই এলাকায় এই ধরণের একটি হামলা চালালো জঙ্গিরা, এমনটাই ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে তালেবান যোদ্ধাদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংলাপ শুরুর প্রস্তাব দেন। তবে সে বিষয়ে তালেবানদের পক্ষ থেকে কোন ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য ডন
এমজে/
আরও পড়ুন