ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নরেন্দ্র মোদি এ যুগের হিটলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৩ মার্চ ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বর্তমান যুগের হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন কংগ্রেস নেতা রণদ্বীপ সুরজওয়ালা। গত বুধবার ফেসবুকের কাছ থেকে গোপন তথ্য নেওয়ার অভিযোগে কংগ্রেসকে ঘায়েল করেন মোদি। তবে লন্ডনভিত্তিক রাজনৈতিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখার গ্রাহক হিসেবে বিজেপির নাম উঠে আসার পরই সুরজওয়ালা এই বিস্ফোরক মন্তব্য করেন।

বুধবারই ক্যামব্রিজ অ্যানালিটিকা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করে বিজেপি। তারই পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা রণদ্বীপ সুরজওয়ালা। তিনি বলেন, হিটলারের যেমন সহযোগী ছিলেন গোয়েবলস, তেমনই নরেন্দ্র মোদির টিমে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ।

এর আগে রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, গুজরাট নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে ক্যামব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছিল কংগ্রেস। এরপরই কংগ্রেস থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে, ইরাকে ৩৯ ভারতীয় নাগরিকের হত্যার ঘটনা থেকে সবার নজর সরাতে এ মিথ্যা প্রচার করছে বিজেপি।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি