ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, ১৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৮, ২৩ মার্চ ২০১৮

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

দেশটির এক সরকারি কর্মকর্তা বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা বলেন, ‘ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এতে আরও অনেকে দগ্ধ হয়েছে। কর্মকর্তারা অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানতে পারেনি। সূত্রঃ এএফপি

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি