ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শোভনকে মমতা

শুধুই প্রেম করছিস নাকি কাজও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৪ মার্চ ২০১৮

বিধানসভা ভবনে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সবেমাত্র ঢুকেছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তিনি প্রশ্ন করেন, ‘শুধুই প্রেম করছিস, নাকি কাজও করছিস?’

দৃশ্যত অস্বস্তিতে পড়ে আমতা-আমতা করে পাশ কাটান শোভন। এর পরে বৈঠক শুরুর মুখে অধিকাংশ মন্ত্রী যখন ঘরে পৌঁছে গিয়েছেন, তখন আরও একবার একই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

শোভন বোঝানোর চেষ্টা করেন, ‘আমি ও সব করি নাকি!’  কিন্তু ছাড়ার পাত্রী নন নেত্রী। তিনি পাল্টা বলেন, ‘ঠিক আছে, সবার সামনে ভোট হোক। দেখি কতজন তোর পক্ষে।’  

বিষয়টি এ ভাবে হাসিঠাট্টার মধ্যে শেষ হলেও উপস্থিত অনেকেরই মনে হয়েছে, মুখ্যমন্ত্রী শোভনের এখনকার কিছু কার্যকলাপে সন্তুষ্ট নন। আর সেই বার্তাই স্পষ্ট করে দিলেন মমতা।

সূত্র: আনন্দবাজার

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি