ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাতালান সাবেক প্রেসিডেন্ট পুজডেমন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ২৫ মার্চ ২০১৮

কাতালোনিয়ার সাবেক নেতা কার্লেস পুজডেমন জার্মানিতে আটক হয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাবার পথে তাকে আটক করা হয় বলে জানা গেছে।  

উস্কানি আর বিদ্রোহের অভিযোগে স্পেনে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। কিন্তু গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে নিষিদ্ধ গণভোটের পর থেকেই বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসিত রয়েছেন মি. পুজডেমন।   

কিছুদিন আগে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানাও পুনরায় সক্রিয় করা হয়। স্পেনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

শুক্রবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী নতুন নেতা জর্দি টুরুলকে গ্রেপ্তারের পর বার্সেলোনায় উত্তেজনা চলছে।

কাতালোনিয়ার ২৫ নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারে স্পেনের সুপ্রিম কোর্ট রুল দেয়ার পর সেই উত্তেজনা আরো বেড়েছে। পুলিশের সঙ্গে সেখানে সহিংসতার ঘটনাও ঘটেছে।

ওই গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে স্পেনের কেন্দ্রীয় সরকার এবং নতুন নির্বাচন ঘোষণা করে।

যদিও সেই নির্বাচনেও স্বাধীনতা পন্থীরাই জয় পেয়েছে।  সূত্র: বিবিসি 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি