ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপে ‘কমলা তুষারপাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ইউরোপে তুষারপাত হওয়া কোনো নতুন খবর নয়। তবে তুষারপাত যদি ‘কমলা রঙে ‘ হয়, তাহলে অবাক হওয়ারই কথা। পূর্ব ইউরোপের কয়েকটি দেশের লোকজন সম্প্রতি তুষারপাত দেখে বেশ অবাক হয়েছেন। কারণ এ তুষারপাত ছিল ‘কমলা রঙের’। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মলদোভার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমলা রঙের তুষারের’ ছবি শেয়ার করেছে।

চলতি বছরের শুরুতে সাহারার কোলঘেঁষা আলজেরিয়ারএইন সেফরা ঢেকে গিয়েছিল ১৫ ইঞ্চি পুরু বরফে। লাল বালুর সমুদ্রে দেখা মেলে সাদা চাদরের। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে আবহাওয়াবিদরা বলছেন, এটা কাকতালীয় ব্যাপার নয়। সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলোঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি পাঁচ বছরে একবার এমন ঘটনা ঘটে। তবে এবার ধুলোঝড়ের পরিমাণ বেশি থাকয় এমনটা হয়েছে।

আবহাওয়াবিদরা আরো জানান, বছরের এ সময়ে সাহারা মরুভূমিতে ধুলোঝড়ের পরিমাণ বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়েছে। মরুভূমির বালির কারণে তুষারের রং সাদা কমলা হয়েছে। সূত্র: বিবিসি

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি