ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্নস্টার সঙ্গে ট্রাম্পের যৌনতা: কড়া প্রতিবাদ হোয়াইট হাউজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২১, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের পর্ন তারকা স্টর্মি ডেনিয়েল সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। শুধু তাই নয়, স্টর্মির এ ধরণের অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনের কর্মকর্তারা।

এর আগে গতকাল দেশটির সিবিএস টেলিভিশনে স্টর্মি ডেনিয়েলের ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারে স্টর্মি ট্রাম্পের সঙ্গে পরিচয় থেকে শুরু হয়ে যৌন সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র রাজ শাহ বলেন, স্টর্মি ডেনিয়েল যে দাবিগুলো করেছে, তা আমরা মেনে নিতে পারছি না। স্টর্মি যা বলেছে, তার সবগুলোই ছিল মিথ্যা। আর তার সঙ্গে যে চুক্তির দাবি করা হচ্ছে, তাও ভুয়া বলে জানান ওই মুখপাত্র।

গত রোববার রাতে স্টর্মি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন। কোন জায়গায় মুখ না খুলতেই তাকে এই টাকা দেওয়া হয়েছিল বলে জানান ওই পর্নো তারকা।

এদিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন বলেন, স্টর্মি ডেনিয়েল যা বলছেন, তাতে আমাদের ক্ষতি হচ্ছে। মিথ্যা তথ্য শুধু যে মিথ্যা তা নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি