ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাকে দায়ী করলেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাইবেরিয়ান নগরী কেমারোভোর শপিং মলে অগ্নিকান্ডের জন্য অপরাধ মূলক অবহেলাকে দায়ি করেছেন। কেমারোভা নগরীর ওই শপিং সেন্টারে গত রোববার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার পুতিন কেমারভোর কর্মকর্তাদের বলেন, ‘এখানে কি হয়েছে? সেখানে কোন সশস্ত্র জিম্মির ঘটনা ঘটেনি। এটা অপ্রত্যাশিত মিথেন গ্যাস নির্গমনের ঘটনাও নয়। শিশুসহ সাধারণ মানুষ এখানে অবকাশ কাটাতে আসেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এই ঘটনায় অনেক মানুষ হারিয়েছি। কি জন্য? কারণ দায়িত্ব পালনে অপরাধমূলক অবহেলা করা হয়েছে।’

সূত্র: এএফপি

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি