ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়া-চীনা নেতাদের গোপন বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:১৫, ২৮ মার্চ ২০১৮

অবশেষে সব গুঞ্জন সত্যি হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিং গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। এমনটাই নিশ্চিত করেছে দুই দেশ।

এ সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ব্যবহার করেন এমন একটি ট্রেন যখন বেইজিং দেখা যায়, তখন থেকেই এ নিয়ে গুজব শুরু হয়। কিন্তু দুই দেশের কেউই তখন বিষয়টি নিশ্চিত করেননি।

এখন শিনহুয়া জানাচ্ছে, কিম চীনের নেতা শি জিন পিং এর সঙ্গে ‘সফল আলোচনা’ করেছেন।

এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ একে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমানবিক এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করার অভূতপূর্ব প্রস্তাব গ্রহণ করেন।

বিশ্লেষকেরা আগেই ধারণা করেছিলেন, ঐ বৈঠকের আগে চীন ও উত্তর কোরিয়া নিজেরা বৈঠক করবে।

শিনহুয়া জানিয়েছে, কিম চীনের নেতাকে আশ্বস্ত করেছেন যে তিনি পারমানবিকীকরণ বন্ধে প্রতিশ্রুতবদ্ধ।

উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা এ সফরকে একটি ‘মাইলফলক’ বলে বর্ণনা করেছে।

কিম গত সাত বছরের মধ্যে প্রথমবারের বিদেশ সফরে গেলেন। চীন সাধারণত পিয়ংইয়ং এর সঙ্গে আন্তর্জাতিক আলাপ আলোচনার মধ্যস্থতা করে থাকে।

সূত্র : বিবিসি

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি