ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কৃষ্ণাঙ্গ হত্যাকারী ২ শ্বেতাঙ্গ পুলিশের দায়মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৮ মার্চ ২০১৮

কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেই দুই শেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে লুইসিয়ানায় এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে ওই দুই পুলিশ কর্মকর্তা।

লুইসিয়ানা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেনারেল জেফ ল্যান্ড্রি বলেন, ওই দুই পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই কর্মকর্তা অ্যালটন স্টারলিং (৩৭) নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর লুইসিয়ানা অঙ্গরাজ্যে বিক্ষোভ দেখা দেয়। এদিকে গত মে মাসে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টও ওই দুই কর্মকর্তাকে নির্দোষ ঘোষণা করে। ফেডারেল সরকারের কর্মকর্তারা বলেন, জেফ ল্যান্ড্রির কোন নাগরিক অধিকার লঙ্ঘিত হয়নি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি